কিছু কথা
মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হলো সময়, অথচ আমরা সময়কে সবচেয়ে বেশি বাজেভাবে ব্যবহার করি, নষ্ট করি, মূল্যবান সময়কে মনে রাখি না।
যে মানুষ সময়কে যথাযথভাবে নিজের কাজে লাগাতে পারে সে সবার হয়ে যায়, যে অন্যের পিছনে সময় নষ্ট কোরে বেড়ায় সে কখনোই কারোর হতে পারে না।
সময় গেলে সাধন হবে না।
২৭.১১.২০১৯
No comments