পরামর্শ
যত আপনজনই হোক কারোর কাজে (পরামর্শ না চাওয়া পর্যন্ত) পরামর্শ দেওয়া যাবে না। সবাই ‘নিজের ভালো’ নিজেই ভালো বোঝে অথবা একদিন ঠিকই বুঝতে পারবে।
কারোর মন্দ কাজেও বাঁধা দেওয়া মানে তার কাছে খারাপ হওয়া এবং নিজের শত্রু বাড়ানো। ছোট্ট এই জীবনে শত্রু বাড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। নিজের অবস্থানে সৎ থাকাটাই এখন সময়ের চ্যালেঞ্জ, দায়িত্ব নিয়ে অন্যকে পরামর্শ দিতে যাওয়া বোকামি।
© আলমগীর কাইজার
০৮.১২.২০১৯
No comments