অভিমান নিয়ে লেখা অণুকাব্য
১.
একজনকে বললে ভালো
অপরজন তেড়ে আসে,
শোনো কাইজার, বলি বারবার
সবাই ব্যস্ত আজ, আপন স্বার্থসিদ্ধির মাঝে।
২.
আমাকে দেখলে তোমরা
দরজা বন্ধ করে দাও,
যার ঘর তার কাছে কখনো কি
এমন নির্দেশনা পাও?
৩.
তুমি কখনো আমার ঠোঁট ছুলে না
অথচ হৃদয় ছুয়ে ছেড়ে গেলে,
বলো না হৃদয়হীনা
হৃদয়ে আঘাত করে কী পেলে?
৪.
যে ভালোবাসা তোমাকে দিলাম
সে-তো তোমারই হাতের মোয়া,
আমি আসলে কিছুই দিইনি
ভালো থেকো প্রিয়, করে দিলাম দোয়া।
৫.
প্রেমের জন্য
আমার কাছে ফিরে এসো না,
আমি ভুল পথের পথিক
নিজেকেই হয়নি জানা।
© আলমগীর কাইজার
No comments