ভালোবাসা দিবস নিয়ে কবিতা

অনেক রকম ভালোবাসা আছে
- আলমগীর কাইজার
  
যার কোনো গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড নেই
ভালোবাসা দিবস নিয়ে তার কোনো চিন্তা নেই।

যার একজনই মাত্র গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড আছে
তার প্রতিটি দিনই ভালোবাসা দিবস।

যার এক ডজন গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড বর্তমান
তার ভালোবাসা দিবস নিয়ে ভীষণ যন্ত্রণা।
(মেসেঞ্জারে ইয়ে করা শেষ হলে
ফেসবুকে ভালোবাসা দিবসের গুষ্টি উদ্ধার করে
নিয়মিত প্রচার-প্রচরণা চালায়।)

ভালোবাসা শব্দটির সাথে সংকীর্ণমনাদের
বিরোধিতা ভীষণ
অথচ ওরা জানে না নরনারীর ভালোবাসার বাইরেও
পৃথিবীতে অনেক রকম ভালোবাসা আছে।

© আলমগীর কাইজার
০৪.০২.২০২০



No comments

Powered by Blogger.