প্রিয়তমাকে নিয়ে অণুকাব্য

১.
ইচ্ছে হলে যখন-তখন ডেকে নিও
আসবো,
আমি তোমার বসন হয়ে
খুব ভালোবাসবো।

২.
কেনো তুমি আমাকে
কাছে নাও না,
আমি কি তোমার পুরোনো অতীত
যাকে, ডেকেও পাও না।

৩.
আমি এই পৃথিবীর সবকিছু ভুলে
তোমার কাছেই যাই,
তুমি চেনো না আসল সোনা
আমি লুটায় ধুলায়।



No comments

Powered by Blogger.