অণুকাব্য
১.
আমি মদের বোতল হাতে নিলাম
সামান্য কিছু জল মেশালাম,
তারপর ফিরে আসলাম হাই
তুমি যে মাতাল আমাকে নেবে না তাই।
২.
কেনো এতো ভয় পাও বৃথা
তুমিই তো বলো ভাগ্যের অখণ্ডনীয়তা কথা
তবে কি তুমি ভাগ্যের ব্যাপার মানো না?
মাতাল হয়ে বলো মদ খাওয়া মানা!
৩.
প্রেম দেয় সেই সুখ
যে সুখ এলে সেরে যায় সব অসুখ,
প্রেম দেয় সেই অসুখ
যে অসুখের নেই কোনো ওষুধ।
৪.
ফুল ফুটলে
কেউ কেউ মুগ্ধ হয়,
আবার কেউ
ছিঁড়ে ফেলে মজা পায়।
৫.
প্রেমের রথে আমি তোমার সাথে আছি
ভয় পেয়ো না, হয় হোক ফাঁসি
ভালোবাসতে ভালো মন লাগে
আর সব করে প্রতারণা।
© আলমগীর কাইজার
No comments