পার্থক্য (কবিতা)
তোমরা যারা মদে মাতাল
ধরছ নারী গাড়ি
তোমরা যারা নেশার ঘোরে
জমাও টাকা কড়ি
তাদের সাথে আমরা হলাম
বড্ড বেমানান
আমরা থাকি শূন্য হাতে
বাঁচিয়ে সম্মান।
তোমরা আমরা ভিন্ন মানুষ
এক কোরো না কভু
তোমাদের পকেটে ইশ্বর থাকে
আমাদের পকেটে প্রার্থনাসিক্ত প্রভু।
© আলমগীর কাইজার
০৭.০৩.২০২০
No comments