তোমায় পেলে (কবিতা)
তোমায় পেলে
সব ভুলে যাই
সকাল কখন দুপুর হয়
দুপুর কখন হয় বিকেল
সূর্য কখন ডোবে ওঠে
কোথায় কখন বাজে বেল
কোথায় কে-বা ডাকে আমায়
কোন দিকে কে-বা যায়
সব ভুলে যাই
খুব ভুলে পাই
তোমায় পেলে
সব ভুলে যাই
থাকলে তুমি আমার পাশে
মাথা দোলে নরম কাশে
বলতে পারো, কেনো এমন
তোমার জন্য মনটা আমার
এমন করে ডোবে-ভাসে?
© আলমগীর কাইজার
১৪.০৩.২০২০
No comments