দুঃখিনী বঙ্গ-জননী (কবিতা)

তোমরা সব নিয়ে যাও
গরিবের অন্নবস্ত্র-চিকিৎসা-শিক্ষা-বাসস্থান
গরিবের রক্ত-ঘামে গড়া বাংলার ইঞ্চিইঞ্চি মাটি
এমনকি তাদের পাঠানো রেমিট্যান্স
সবকিছু তোমরা নিয়ে যাও।

পৃথিবীর ব্যায়বহুল শহরে সুউচ্চ ভবন বানাও
উন্নত বক্ষ-নিতম্ব ও মাংসবহুল বেগমপাড়া বানাও
নামীদামী মদের গন্ধে ভরিয়ে তোলো
যা খুশি করো, সব নিয়ে যাও
আমার বাংলাকে নিঃস্ব করে দাও।

আমাদের এতোকিছুর প্রয়োজন নেই
আমাদের জন্য শুধু রেখে যাও–
নষ্ট চোলাই মদ আর পোড়া রুটি,
পোড়া রুটি আর পচা মদ খেতে খেতে
চিৎকার করে সকাল-বিকাল বলবো–
হে আমার প্রিয়তম দুঃখিনী বঙ্গ-জননী
তুমি অসংখ্য কুলাঙ্গার জারজ জন্ম দিয়েছ
তবুও আমি তোমাকেই ভালোবাসি।

তোমরা সব নিয়ে যাও
বাংলাকে বিক্রি করে বিদেশি ব্যাঙ্কে জমা দাও
আমার তাতে কী-বা যায় আসে
আমাকে শুধু এক বোতল মদ দাও
মদ খেতে খেতে চিৎকার করে বলবো
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।



© আলমগীর কাইজার
২২.০৩.২০২০

No comments

Powered by Blogger.