কবিরা দেবতা নয় (কবিতা)
একদিন এক মেয়ে আমাকে লিখলো যে
আমার লেখা পড়ে সে মুগ্ধ,
সে নাকি আমার পা ছুঁয়ে সালাম করতে চায়।
আমি লিখলাম– কবিরা দেবতা নয়,
মানুষের মধ্যে সবচেয়ে নগণ্য মানুষের নাম কবি
তুমি চাইলে আমার সাথে গল্প করতে পারো,
হ্যান্ডশেক করতে পারো, কোলাকুলি করতে পারো
চাইলে একটা দীর্ঘ চুম্বন দিতে পারো
কিন্তু পা ছুঁয়ে সালাম মোটেও না মানায়
শোনো মেয়ে, কবিরা দেবতা নয়।
© আলমগীর কাইজার
২৯.০৪.২০২০
No comments