মিন্নী – কবিতা

ইতিহাসে কিছুদিন রয়ে যাবে মিন্নী
তারপর হয়ে যাবে কারো ঘরে গিন্নি,
যুগে যুগে রবো মোরা ভয় আর হতাশে
গন্ধরা যতসব ছড়াবে বাতাসে।

ভেঙে যাবে হাড়গোড়— চিন্তায় চেতনায়
এই বুঝি মিন্নী, আমাদের আঙিনায়
কারো বুঝি দোষ নেই, নেইকো কারো দায়
মুখ বুঝে থাকবো, সহমত বড়ো ভাই!

মাথা সব পচে যাক, মিন্নীতে ভরে থাক
আমরা প্রতিদিন ইস্যু খুঁজে বাঁচবো,
বুকে যত ক্ষত থাক, স্বপ্নেরা ভেসে যাক
সাদা দাঁত কেলিয়েই হাসবো।

© আলমগীর কাইজার
০১.১০.২০২০

No comments

Powered by Blogger.