ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোরো না
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার বিরুদ্ধে হাদিস শরিফে এসেছে চরম নিষেধাজ্ঞা।
১. এরশাদ হচ্ছে-‘লোকসকল! তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকো। কেননা তোমাদের আগে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে।’ (সুনানে ইবনে মাজাহ : ৩০২৯, মুসনাদে আহমদ : ৩২৪৮, আল মুজামুল কাবির : ১৫১৪০, আসসুন্নাতু লিইবনে আবি আসিম : ৯৮)।
২. রাসুল (সা.) তিনবার বললেন-‘খবরদার! ধর্ম নিয়ে বাড়াবাড়িকারীরা কিন্তু ধ্বংস হয়ে গেছে।’ (সহিহ মুসলিম : ৬৯৫৫, সুনানে আবি দাউদ : ৪৬১০, মুসনাদে আহমদ : ৩৬৫৫, মুসনাদে বাজ্জার : ১৮৭৮, মুসনাদে আবি ইয়া’লা : ৫০০৪, আল মুজামুল কাবির : ১০২১৭, শরহুস সুন্নাহ : ৩৩৯৬)।
No comments