কবিতা - যখন তোমাকে না পাই

যখন তোমাকে না পাই
তখন তোমার নামে
অন্য কাউকে ভালোবাসতে হয়।
কেউ কুকুর পোষে, কেউ পোষে বিড়াল
আমি তোমার নামে গাছ লাগিয়ে
গাছের প্রতি রাখি খেয়াল।

© আলমগীর কাইজার
১২.১১.২০২০


যখন তোমাকে না পাই

No comments

Powered by Blogger.