সম্পর্ক
পৃথিবীর সবচেয়ে দূর্বল সম্পর্কের নাম হলো যৌনসম্পর্ক বা শরীরভিত্তিক সম্পর্ক। যাদের জ্ঞান সীমাবদ্ধ বা যারা কাম দ্বারা তাড়িত তারাই শরীর ভিত্তিক সম্পর্ককে সবচেয়ে বড়ো সম্পর্ক মনে করে।
দুইটি মানুষের ভিতর শরীরভিত্তিক সম্পর্কের বাইরে আরও অনেক বেশি গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে। সম্পর্ক যদি শুধু কাম দ্বারা তাড়িত হয় বা শরীর ভিত্তিক সম্পর্ক হয় তবে সেই সম্পর্ক ভঙ্গুর এবং ক্ষনস্থায়ী হয়। শরীরভিত্তিক সম্পর্কের উর্ধ্বে উঠতে না পারলে যেকোনো সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়া সম্ভব নয়।
No comments