স্বপ্ন হত্যার রায় (কবিতা)
খুব ইচ্ছে ছিলো– অনেকটা দূর যাবো
অনেকগুলো পথ পেরোবো, ইচ্ছে ছিলো যতো
অনেকগুলো কথা হবে সবার সাথে
কেটে যাবে সময়গুলো স্বপ্ন-পথে
কথা ছিলো অনেকটা পথ পাড়ি দিয়ে
দূরে যাবো।
একপা কেবল বাড়িয়েছিলাম আমি
ও-মা একি, পায়ের মাথায় পড়লো শিকল
পড়লো লাঠি, প্রস্তুত এক লোহার জাতি!
পিছন থেকে লাগলো টান
মায়ের ডাক, প্রিয়ার হাক
ফিরে এসো– স্বপ্ন তোমার উচ্ছনে যাক।
ফিরে আসি আমি, হই নিম্নগামী
স্বপ্ন আমার শেষ হয়ে যায়
উপায় যে আর নাই।
© আলমগীর কাইজার
০৯.১২.২০২০
No comments