অণুকাব্য

আমি যা জেনেছি তা আমার সময়ে 
কখনোই আমি বলতে পারবো না,
তবে শুনে রাখো মাধবীলতা
আমার কথাগুলো আমার চেয়েও সুন্দর করে
কেউ কোনো একদিন ঠিকই বলবে।

© আলমগীর কাইজার
২১.০৫.২০২১

No comments

Powered by Blogger.