কবিতা - মানুষ
কেনো মানুষ প্রিয় হতে চায় মানুষের কাছে?
কেনো মানুষ একদিন মানুষ হারায়?
কেনো মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় মানুষের ভিড়ে?
মানুষ মানুষের কাছে কী চায়? তাই-কী পায়?
মানুষ মানুষের শরীর থেকে মধু পায় না
পায় না ক্ষুধা কিংবা তৃষ্ণা মেটাবার উপাদান,
তবুও কেনো মানুষ মানুষের সাথে থাকে
নির্ভুলভাবে বলতে পারো?
শুধু মায়া-মমতা আর প্রেম, তাই নয়-কি!
হ্যাঁ, এতোটুকু যে মানুষ বুঝতে পারে
সে মানুষ আর কখনো মনুষ্যত্ব হারায় না।
© আলমগীর কাইজার
০৩.১২.২০২১
No comments