জীবনের পাঠ্যক্রম
চারপাশে জমকালো আলো তবু
আমি রয়ে গেলাম অন্ধকারে চিরকাল,
ভেবেছিলাম আর কিছুদিন
তারপর হয়তো পাবো জীবনের গতি
হয়তো সহজ হবে সম্মুখের সমস্ত সূত্র,
কিন্তু আজ জেনে গেছি
এই জীবনের পাঠ্যক্রমে
যতই সামনে এগিয়ে যাই
ততই কঠিন পাঠ এসে যায় সামনে।
জীবন, সে-তো এক বেদনার নাম!
জীবন, সে-তো প্রস্তরসম কঠিন!
কোনো বিশ্রাম নেই এই জীবনের
তাইতো মৃত্যুকে আপন ভাবি
মৃত্যুকেই কাছে ডাকি!
© আলমগীর কাইজার
২০.০৯.২০২২
No comments