কবিতা – পৃথিবী জুড়ে বৈষম্য
মাধবীলতা
তোমাকে ডেকে এনেছি আমি
আমার দ্বারে,
দেখছো তো কতটা কষ্ট
গরিবের ঘরে।
রোদে আর জ্বরে
বেঁচে থাকি মরে।
সবকিছু কী আর যায় বলা!
পৃথিবী জুড়ে আজীবন
হয়তো থেকে যাবে বৈষম্য
বড়ো আর ছোটো, কালো আর ধলা।
© আলমগীর কাইজার
২৩.০৮.২০২২
No comments