কবিতা - আমার বোকামি

নিজের চেহারা দেখে
নিজেই বলে উঠি–
এতো বোকা কেনো আমি!
আকাশের দিকে তাকিয়ে 
চিৎকার করে বলি–
একটু চতুরতা দাও, হে জগৎ-স্বামী! 

© আলমগীর কাইজার 
২৯.১০.২০২২

No comments

Powered by Blogger.