কে কথা বলে? - মাওলানা রুমি
সারাদিন ভাবি, তারপর রাতে সেই বিষয়ে কথা বলি।
আমার কোনো ধারণা নেই–
আমি কোথা থেকে এসেছি, এসে আমি কী করছি?
তবে আমি নিশ্চিত যে–
আমার আত্মা অন্য কোথাও থেকে এসেছে
এবং আমি সেখানেই ফিরে যেতে চাই।
এই উন্মত্ততা শুরু হয় অন্য কোনো পানশালায়।
যখন আমি সেই জায়গায় ফিরে যাবো
আমি সম্পূর্ণভাবে শান্ত হবো।
এখন আমি অন্য মহাদেশের পাখির মতো
এই পক্ষিশালাতে এসে বসে আছি।
সেই দিন খুব তাড়াতাড়িই আসবে যখন
আমি ছিটকে যাবো এখান থেকে,
কিন্তু এখন আমার কানের কাছে কে,
যে আমার কণ্ঠ শোনে?
আমার ভিতর থেকে কে কথা বলে?
আমার চোখ দিয়ে কে তাকায়?
আত্মা আসলে কী?
আমি আমার জিজ্ঞাসা থামাতে পারি না।
আমি যদি এসব উত্তরের
এক চুমুকের স্বাদ নিতে পারতাম,
আমি উন্মত্তদের এই কারাগার থেকে
বেরিয়ে আসতে পারতাম।
আমি এখানে আমার নিজের ইচ্ছায় আসিনি,
নিজের ইচ্ছাতেও ছেড়ে যেতে পারি না।
যে আমাকে এখানে এনেছে
সেই আমাকে একদিন নিয়ে যাবে।
আমি জানি না এই কবিতায় আমি কী বলতে যাচ্ছি।
আমি পরিকল্পনা করে কিছু বলছি না।
যখন আমি এসব কথা বলি না
তখন আমি শান্ত থাকি, কম কথা বলি।
কবিতাঃ কে কথা বলে?
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
No comments