কে পরিবর্তন করে? - মাওলানা রুমি
কে পরিবর্তন করে?
আমি ডানদিকে একটি তীর নিক্ষেপ করি
তীরটি বামদিকে পৌঁছে যায়।
আমি হরিণের পিঠে আরোহন করি
দেখি একটা শূকর আমাকে তাড়া করছে।
আমি যা চাই তা পাওয়ার জন্য পরিকল্পনা করি
শেষ পর্যন্ত কারাগারে বন্দী হই।
আমি অন্যের জন্য গর্ত খুঁড়ি
সেই গর্তে নিজেই পড়ে যাই।
আমি কী চাই এটা নিয়ে আমার
সংশয়ী হওয়া উচিত !
কবিতাঃ কে পরিবর্তন করে?
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
No comments