ভালোবাসা নিজের ইচ্ছায় আসে - মাওলানা রুমি
মানুষের হৃদয়ে একটি মোমবাতি আছে
প্রজ্বলিত হওয়ার প্রতীক্ষায়,
বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে
ছিন্ন অংশ থাকে সেলাইয়ের অপেক্ষায়।
তোমরা যারা সহনশীলতা সম্পর্কে অজ্ঞ
এবং ভালোবাসার আগুনে পোড়া,
তারা শুনে রাখো–
ভালোবাসা নিজের ইচ্ছায় আসে,
ভালোবাসা কোনো স্কুল থেকে শেখা যায় না।
কবিতাঃ ভালোবাসা নিজের ইচ্ছায় আসে
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার

No comments