আমি কি তোমাকে বলিনি - মাওলানা রুমি

আমি কি তোমাকে বলিনি
তুমি আমাকে ছেড়ে যেয়ো না 
আমি তোমার একমাত্র বন্ধু,
আমি তোমার জীবনের বসন্ত।

হাজার বছরের জন্য রাগ করে চলে গেলেও 
তুমি আবার আমার কাছে ফিরে আসবে 
কারণ আমিই তোমার একমাত্র লক্ষ্য 
আমিই তোমার একমাত্র গন্তব্য।

আমি কি তোমাকে বলিনি
এই রঙিন বিশ্ব দ্বারা প্রলুব্ধ হয়ো না
কারণ আমিই হলাম চূড়ান্ত চিত্রকর।

আমি কি তোমাকে বলিনি
তুমি হচ্ছ মাছ, 
তুমি শুকনো ভূমিতে যেয়ো না
কারণ আমিই একমাত্র গভীর সমুদ্র।

আমি কি তোমাকে বলিনি
পাখির মতো ফাঁদে আঁটকে যেয়ো না
কারণ আমিই তোমার ডানা 
আমিই তোমার আলোর শক্তি।

আমি কি তোমাকে বলিনি
তাদেরকে তোমার মন পরিবর্তন করতে দিয়ো না
তোমাকে বরফে পরিণত করতে দিয়ো না
কারণ আমি তোমার আগুন 
আমিই তোমার উষ্ণতা।

আমি কি তোমাকে বলিনি
তারা তোমাকে কলুষিত করবে, 
তোমাকে ভুলিয়ে দেবে যে
আমি সকল গুণের বসন্ত।

আমি কি তোমাকে বলিনি
আমার ক্রিয়াকলাপকে প্রশ্নবিদ্ধ করো না
কারণ সবকিছু শৃঙ্খলার মধ্যে ঘটবে 
আমিই তো সকল কাজের স্রষ্টা।

আমি কি তোমাকে বলিনি
তোমার হৃদয়ই তোমাকে পথ দেখিয়ে 
বাড়িতে নিয়ে যাবে
কারণ সে জানে আমিই তার প্রভু।

কবিতাঃ আমি কি তোমাকে বলিনি
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 


No comments

Powered by Blogger.