যা বলা হয়েছে - মাওলানা রুমি ০২

গোলাপকে ফোঁটার জন্য যা বলা হয়েছে 
সেই কথা আমার বুকের ভিতরেও বলা হয়েছে।
সাইপ্রেস গাছকে কী বলা হয়েছে 
যার জন্য এটি এতো বেশি সোজা এবং শক্তিশালী।
জুঁই ফুলের কানে ফিসফিস করে কী এমন বলা হয়েছে যে
জুঁই ফুলে এতো বেশি সুগন্ধ,
কীভাবে আখ এতো বেশি সুমিষ্ট।
তুর্কিস্তানের চিগেল শহরের বাসিন্দাদের কী বলা হয়েছে যে 
তারা দেখতে এতো বেশি সুদর্শন,
কীভাবে ডালিম ফুল মানুষের মুখের মতো লাল হয়, 
সেসব কথা আমাকেও বলা হয়েছে।
এসব ভেবে আমি আরক্তিম হয়ে উঠি।
ভাষার মধ্যে যে বাগ্মিতা দেখা যায়,
এখানে সেটাই বলা হয়েছে। 
বিশাল গুদামঘরের দরজা খোলা,
এক টুকরো আখ চিবিয়ে আমি তার প্রতি কৃতজ্ঞ,
এই সবকিছুই যার নির্দেশে ঘটছে 
তার প্রতি আমার অকৃত্রিম ভালবাসা!

কবিতাঃ যা বলা হয়েছে 
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)


No comments

Powered by Blogger.