মরিয়মের আত্মগোপন - মাওলানা রুমি ০৩

এই সম্পদ পাওয়ার আগেই
তুমি সরে পড়তে ভালোবাসলে!
জিবরাইল মরিয়মকে বিস্মিত করার পর
মরিয়ম যা বলেছিল তুমিও ঠিক তাই বলো।
তিনি বলেছিলেন–
আমি স্রষ্টার মাঝে লুকিয়ে থাকব।

মরিয়ম তাঁর ঘরে অনাবৃত অবস্থায় 
সৌন্দর্যের যে রূপ দেখেছিলেন
সেই সৌন্দর্য তাঁকে নতুন জীবন দিয়েছিল,
যেভাবে সূর্য ওঠে কিংবা গোলাপ ফোঁটে।

তিনি অভ্যাসবশত লাফ দিয়েছিলেন
যখন নিজের ভিতরে অনুভব করেছিলেন 
স্বর্গীয় অনুভূতি।
তাঁর শ্বাসপ্রশ্বাসে আগুন ছিল,
আলো এবং মহিমা তাঁর কাছে ধরা দিয়েছিল।

আমি সেই আগুনের ধোঁয়া এবং অস্তিত্বের প্রমাণ,
যার ব্যাপকতা যেকোনো বাহ্যিক রূপের চেয়েও বেশি।

কবিতাঃ মরিয়মের আত্মগোপন 
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)


No comments

Powered by Blogger.