একটি যন্ত্রণাকে বেছে নাও ১০
গতকাল বৈঠকে
যে মানুষটি পানপাত্র থেকে পানীয় ঢেলে দিচ্ছিল
আমি তার পানপাত্রের ভিতরে
আমার আত্মাকে দেখেছি।
আমি বললাম–
‘তোমার কাজ তুমি ভুলে যেয়ো না।’
সে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে এসেছিল,
পুরো গেলাসটি চুম্বন করল,
তারপর সেটা আমার হাতে তুলে দিলো।
পাত্রটি একটি লাল-সোনালী চুলায় পরিণত হলো,
আমাকে নিয়ে গেলো
একটি রুবির খনিতে, একটি সবুজ বাগানে।
প্রত্যেকেই এমন একটি যন্ত্রণাকে বেছে নেয়
যা তাকে একটি উত্তম রুটিতে রুপান্তরিত করে।
আবু লাহাব হাত কামড়ে সংশয়কে বেছে নিয়েছিল।
আবু হুরায়রার ছিলো বিড়ালের প্রতি ভালোবাসা!
বিভ্রান্ত মন প্রমাণ অনুসন্ধান করে বেড়ায়।
তার নিজের যা কিছু প্রয়োজন
তা সে দেখতে পায় অন্যের থলেতে।
আমরা যদি এখন চুপ থাকতে পারি
তাহলে গুরু আমাদের এমন কিছু গল্প শোনাবেন
যা তারা উঁচু পরিষদে শুনেছিল।
কবিতাঃ একটি যন্ত্রণাকে বেছে নাও
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments