ড্রাগন সদৃশ হাঁটার লাঠি ১৩

আমি এখানে এই সংগীতে নৃত্য করতে চাই, 
এমন উদ্দীপনায় নয় যেখানে সময় নেই।  
আমি ছায়ার মত সূর্যকে প্রদক্ষিণ করি।  
আমার মাথা আমার চলার পা হয়ে যায়।

অস্তিত্বে আবৃত ফেরাউন নিশ্চিহ্ন হয়ে গেছে 
আমি বরং মুসা হবো।  
 স্রষ্টার হাতের একটি কলম হবো, 
একটি ড্রাগন সদৃশ হাঁটার লাঠি হবো, 
আমার অন্ধ মন তার চিন্তার দরজায় কড়া নাড়ে। 

ভালোবাসা কোনো চিন্তা করে না।  
ভালোবাসা আত্মা দিয়ে অপেক্ষা করে, 
এক কোণে বসে আমার সাথে কাঁদে।  
যেখানে আমরা কখনোই ‘হ্যাঁ’ শুনি না
সেখানে আমরা অপরিচিত।  
আমরা নিশ্চয় অন্য কোথাও থেকে এসেছি।

কবিতাঃ ড্রাগন সদৃশ হাঁটার লাঠি 
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.