আমাদের শহরের রাস্তায় - রুমির কবিতা ২২

ঘুম মনকে দ্রবীভূত করে দেয়
কিন্তু উম্মাদ প্রেমিক ঘুমায় কী করে?  
প্রেম-পাগলেরা কি জানে 
রাত ও দিনের পার্থক্য?

স্রষ্টা-প্রেমীরা বেশিরভাগই 
অন্য জগতে অবস্থান করে, 
তারা অন্য চোখে অন্য বই পড়ে।  
একটা পাখি কিংবা একটা মাছ হওয়ার চেষ্টা করো।
হারিয়ে যাও প্রেয়সীর ভিতর কোনো এক পথে।

একজন প্রেমিক কী অনুভব করে
তুমি তা জানতে পারবে না
যতক্ষণ না তুমি তাদের একজন হতে পারবে।
শামস এই নতুন আলোগুলো
আমাদের শহরের রাস্তায় এবং মহাবিশ্বের মধ্য দিয়ে
প্রবাহিত করে দিয়েছেন। 

কবিতাঃ আমাদের শহরের রাস্তায়
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.