পথচিহ্ন - মাওলানা রুমির কবিতা ২৩

তুমি এই গ্রহে নতুন জীবন দিয়েছ
তুমি যুক্তিকেও অতিক্রম করে এসেছ। 
আমি একটি তীর মাত্র,
আমাকে জুড়ে নাও ধনুকে
তারপর ছুড়ে দাও আকাশে। 
তোমার জন্য আমার প্রেমের কারণে 
আমার পান পাত্রটি ছাদ থেকে পড়ে যায়। 
একটি মই নিচে নামিয়ে দাও
এবং দয়া করে পাত্রের টুকরোগুলো সংগ্রহ করো! 
লোকেরা আমাকে জিজ্ঞেস করে, 
‘কিন্তু তোমার ছাদ কোথায়?’
আমি উত্তর দিই, 
‘রাতের বেলা আত্মা যেদিকে যায়, 
যেখান থেকে বসন্ত আসে মাটিকে আরোগ্য করতে, 
যেখান থেকে মানুষের মধ্যে অনুসন্ধানের ইচ্ছা জাগে,
আমার ছাদ সেদিকেই!’

মনে রেখো, 
আমরা যা খুঁজছি তা নিজেই একটি পথচিহ্ন, 
আমরা সেই লোকটির মতো হয়ে গেছি
যে তার গাধার উপরে বসে 
গাধার কাছেই গন্তব্য জানতে চায়।
এখন চুপ করে অপেক্ষা করো। 
এটাও হতে পারে যে 
আমরা যে সমুদ্রে যেতে চাই 
কিংবা যে সমুদ্র হয়ে উঠতে চাই 
সেই সমুদ্রও চায় আমরা যেনো সৈকতে  
আরও কিছুক্ষণ থেকে যাই,
কিংবা বিভিন্ন রাস্তা দিয়ে সেই সৈকতে পৌঁছায়।

কবিতাঃ পথচিহ্ন
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.