একটি জাহাজ শূন্যতায় ভেসে চলেছে ২৫

শুধুমাত্র তোমার সাথে মিলনই আনন্দের
বাদবাকি সবই একটি ভবন ভেঙে
আরেকটি ভবন স্থাপন করার প্রচেষ্টা। 
কোনোকিছুর আকার ভেঙে ফেলো না! 
পানি ছাড়া নৌকা চলতে পারে না। 
আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছিলো 
তা ঠিক করা হয়েছে যখন তুমি আমাদের বলেছ।
একটি জোটবদ্ধ নেকড়ে দলের ভিতর
আমরা হলাম ভেড়া। 
তুমি রাখালের মতো এসে জানতে চেয়েছ–
‘কেমন আছো?’
আমি কাঁদতে শুরু করি। 
কারোর সাথে মিলিত হওয়ার 
কিছু তাৎপর্য থাকতে পারে,
কিন্তু তোমার কাছে এর তাৎপর্য কী? 
তোমার সাথে কথা বলা যায় না
যদিও তুমি সব শব্দ শুনতে পাও।
তোমাকে কোনো কথা লেখা যায় না, 
যদিও তুমি সব লেখা পড়তে পারো। 
তুমি ঘুমিয়ে যাও না
যদিও তুমি স্বপ্ন দর্শনের উৎস, 
একটি জাহাজ শূন্যতায় ভেসে চলেছে 
গভীর নীরবতায়,
প্রশংসা একজনের জন্যই
যিনি সিনাই পর্বতে মূসাকে বলেছিলেন–
তুমি আমাকে দেখতে পাবে না।

কবিতাঃ একটি জাহাজ শূন্যতায় ভেসে চলেছে
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.