অণুকাব্য
কী এক বিষণ্ণ যন্ত্রণায় ভুগছি
যতটুকু আয় হয় তারচেয়েও বেশি কিছু
কৌশলে কেড়ে নেয় রক্তচোষা পুঁজিবাদ,
তবুও দু'বেলা দুমুঠো ভাতের অপেক্ষায়
ছুটে মরি এই দূষিত পৃথিবীর বুকে
মাঝেমাঝে মনেহয় আমি এক মহাউম্মাদ!
© আলমগীর কাইজার
১৯.০৩.২০২৪
যতটুকু আয় হয় তারচেয়েও বেশি কিছু
কৌশলে কেড়ে নেয় রক্তচোষা পুঁজিবাদ,
তবুও দু'বেলা দুমুঠো ভাতের অপেক্ষায়
ছুটে মরি এই দূষিত পৃথিবীর বুকে
মাঝেমাঝে মনেহয় আমি এক মহাউম্মাদ!
© আলমগীর কাইজার
১৯.০৩.২০২৪

No comments