অণুকাব্য

মানুষ একা আসে না
কেউ না কেউ তাকে নিয়ে আসে,
মানুষ একা যায়ও না 
কেউ না কেউ তাকে রেখে আসে,
কিন্তু যা-ই হোক, যা-ই ঘটুক না কেনো
দিনশেষে মানুষ একা, ভীষণ একা!

No comments

Powered by Blogger.