একই সঙ্গীত - রুমির কবিতা ২৭
যা-কিছু প্রশংসিত তা একজনের জন্যই
এবং সমস্ত প্রশংসাও তাঁর।
বহু জগ থেকে ঢেলে দেওয়া হচ্ছে
বিশাল পাত্রের ভিতর। 
সব ধর্ম এবং সমস্ত সঙ্গীত
মূলত একই সঙ্গীত,
পার্থক্য শুধু মায়ায় এবং অসারতায়।
এই দেয়ালের সূর্যালোকটি 
অন্য দেয়ালের চেয়ে কিছুটা ভিন্ন
এবং অন্য এক দেয়াল থেকে ঢের আলাদা, 
কিন্তু সবগুলো আলোই একই।
আমরা আমাদের পোশাক
কাল এবং স্থানের ব্যক্তিগত বৈশিষ্ট্য
একটি আলো থেকেই ধার করেছি
এবং যখন আমরা প্রশংসা করি
তখন আমরা যা ঢেলেছি বিশাল পাত্রে
তা ফিরিয়ে নিই আমাদের জগে।
কবিতাঃ একই সঙ্গীত
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments