ঘুরতে আসা আধ্যাত্মিক ক্রেতা - রুমির কবিতা ৩৫

এই ঘুরতে আসা আধ্যাত্মিক লোকেরা
যারা নিস্পৃহভাবে জিজ্ঞাসা করে–
‘এই জিনিসের দাম কত?’ 
তারা বলে, আমি শুধু দেখতে এসেছি।
তারা শতশত জিনিস হাতে নেয় এবং রেখে দেয়, 
তাদের হাতে মূলত কেনার মতো অর্থ নেই।
তারা দেখতে এসে যা ব্যয় হয় তা হলো–
ভালোবাসা এবং অশ্রুসজল চোখের দৃষ্টি।
তারা যখন একটি দোকানে প্রবেশ করে
তাদের পুরো জীবন এক মুহূর্তেই সেই দোকানে চলে আসে।

তাদের যদি প্রশ্ন করা হয়–
‘তুমি কোথায় গিয়েছিলে?’ 
তারা উত্তর দেয়, ‘কোথাও না।’
যদি জিজ্ঞাসা করা হয়–
‘তুমি কী খেয়েছিলে?’ 
তারা উত্তর দেয়, ‘তেমন কিছু না।’

তুমি কী চাও তা না জানলেও
কিছু কিনে নাও, সাধারণ বিনিময়ের অংশ হতে।
নূহ নবীর মতো একটি বিশাল এবং বোকা প্রকল্প শুরু করো।
লোকেরা তোমার সম্পর্কে কী ভাবছে 
তা মোটেও গুরুত্বপূর্ণ নয়।

কেন্দ্রের পরিষ্কার রত্ন সবকিছু বদলে দেয়।
এখন আমার ভালোবাসার কোনো সীমানা নেই।
তুমি শুনেছ যে, একটি জানালা 
এক মন থেকে অন্য মন উন্মুক্ত করে, 
কিন্তু যদি দেয়ালই না থাকে
তাহলে জানালা কিংবা ছিটকিনির কী প্রয়োজন!

কবিতাঃ ঘুরতে আসা আধ্যাত্মিক ক্রেতা
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.