বিস্মিত মুখ - রুমির কবিতা ৪৪
44
AMAZED MOUTH
The soul: a wide listening sky with thousands of candles: when anything is sold, soul gets given in the cash: people waiting at a door, a ladder leaning on a roof, someone climbing down, the market square bright with understanding. Listening opens its amazed mouth. No longer a stranger, you listen all day to these crazy love words. Like a bee you fill hundreds of homes with honey, though yours is a long way from here.
44
আত্মা: এক বিশাল শ্রবণরত আকাশ
যেখানে হাজার হাজার মোমবাতি জ্বলছে;
যখন সেই মোমবাতির কিছু বিক্রি করা হয়,
তখন আত্মা নগদে বিক্রি হয়ে যায়:
লোকেরা দরজায় অপেক্ষা করছে,
ছাদে হেলান দেয়া আছে একটি মই,
কেউ নিচে নামছে,
বাজারের চত্বরে ধারাবাহিক বোঝাপড়ার আলো জ্বলছে।
এইসব শুনে খুলে যায় বিস্মিত মুখ।
আর সেই মুখ অপরিচিত কারোর নয়,
তুমি সারাদিন ধরে এইসব পাগলামিপূর্ণ প্রেমের কথা শুনছ।
মৌমাছির মতো তুমিও শতশত ঘর মধু দিয়ে পূর্ণ করছ,
যদিও তোমার বাড়ি এখান থেকে অনেক দূরে।
কবিতাঃ বিস্মিত মুখ
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)
No comments