সফলতার পিছনের কষ্ট

মানুষের স্বভাব হলো ফলাফলকে গুরুত্ব দেওয়া কিন্তু সেই ফলাফলের পিছনের কষ্টকে কেউ গুরুত্ব দেয় না। মানুষ একটা কাজে তখনই ভালো ফলাফল আনতে পারে যখন সে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করে, ঝুঁকি নেয় এবং মগজকে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করাতে পারে।

কেউ যখন সফল হয়, তখন অধিকাংশ মানুষ তার পেছনের কঠোর পরিশ্রম, ত্যাগ এবং সহ্য করা কষ্টের কথা নিমিষেই ভুলে যায় এবং  শুধু তার অর্জনকেই দেখে। 

অনেকেই ভাবে সফলতা বুঝি লটারির মতো হঠাৎ করেই এসে গেছে। অথচ তারা বোঝে না, সেই মানুষটি হয়তো কতো রাত নির্ঘুম কাটিয়েছে পরিশ্রমে আর দুশ্চিন্তায়, কতো রাত কেটে গেছে প্রার্থনায়, কতবার ব্যর্থ হয়েছে কিংবা কতো যন্ত্রণা সহ্য করেছে। 

© আলমগীর কাইজার

১৫.০৮.২০২৫

No comments

Powered by Blogger.