মাওলানা রুমির উক্তি
মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমির উক্তি–
যেই মোরগ অসময়ে ডাক দেয়, সেই মোরগ কখনো রক্ষা পায় না।
তুমি নিজের চোখে কালো রঙের চশমা পড়েছ, এই কারণে সারা দুনিয়া তোমার চোখে কালো দেখায়।
যে ব্যক্তি যত বেশি অত্যাচারী, তার কূপও তত বেশি ভয়ানক।
মানুষের অন্ধকার হতে কূপের অন্ধকার উত্তম।
বেঁচে থাকা বিস্ময়কর বিষয়, মৃত্যু স্বাভাবিক বিষয়।
কথা খুব সংক্ষেপে হওয়া ভালো।
যে ব্যক্তি ঘনিষ্ঠতাবিহীন লোকের সাথে বসতে বাধ্য হয়, সে যেন কারাগারে বন্দী।
তোমার চিন্তা কোরআন শরীফের অর্থ বিকৃত করেছে। কোরআন শরীফকে তার অবস্থায় বহাল রাখো এবং নিজের চিন্তাধারার পরিবর্তন করো।
মানুষের বহু গোপন শত্রু আছে, সাবধানতা অবলম্বনকারী ব্যক্তি মাত্রই জ্ঞানী লোক।
স্রষ্টার কাছে মাথা নোয়ানোর চেয়ে উত্তম কাজ এবং পছন্দনীয় জিনিস আর কি হতে পারে?
মানব সমাজে প্রসিদ্ধ ও মর্যাদাশীল হওয়া একটি কঠিন পর্দা, স্রষ্টার পথে পৌঁছাতে এই পর্দা লোহার বেড়ির চেয়ে কম নয়।
আফসোস সেই জীবিত লোকের জন্য, যে মৃত লোকের সাহচর্যে গিয়ে তার মতো মৃত হয়ে গেছে।
যুক্তির আলোচনা পরিচ্ছন্নতার দিক দিয়ে মূল্যবান পাথরের মতো কিন্তু স্রষ্টার দেওয়া জ্ঞান অন্য বস্তু।
No comments