যা বিদ্যমান তাই বর্তমান

যা বিদ্যমান তাই বর্তমান
- আলমগীর কাইজার
জেনে রেখো
গতকাল বলে কিছু নেই।
আমি জানি এবং
খুব ভালোভাবেই জানি
আগামীকাল বলেও কিছু নেই।
যা বিদ্যমান তাই বর্তমান,
এই মুহুর্তে কিছু ভুল হ'লে
গতকাল দুঃখস্মৃতি হবে,
এবং এই মুহূর্তে হেরে গেলে
আগামীকালও হতাশায় যাবে।
যা বিদ্যমান তাই বর্তমান
যা বর্তমান তাই সত্য,
গতকাল বলে কিছু নেই
আগামীকাল বলেও কিছু নেই,
গত এবং আগামী উভয়ই
বর্তমান কালে বিদ্যমান।

No comments

Powered by Blogger.