না জেনে করণ কারণ কথায় কি হবে - লালন ফকির

না জেনে করণ কারণ কথায় কি হবে
- লালন ফকির
 

না জেনে করণ কারণ কথায় কি হবে।

কথায় যদি ফলে কৃষি

বীজ কেনে রোপে।।

গুড় বলতে কি মুখ মিঠা হয়

দীপ না জ্বালিলে আন্ধার কি যায়

তেমনি জেনো হরি বলায় 

হরি কি পাবে।।

রাজার পৌরাস১ করে

জমির কর বাঁচে না যে রে

সাঁই কি তোর একরারি কাজ রে

পৌরাসে ছাড়বে।।

গুরু ধর খোদাকে চেনো

সাঁইর আইন আমলে আনো

লালন বলে, তবে মনো

সাঁই তোরে নিবে।।

 

No comments

Powered by Blogger.