দিবানিশি থাক মন ঐ ধ্যানে - লালন ফকির

দিবানিশি থাক মন ঐ ধ্যানে
- লালন ফকির

 

দিবানিশি থাক মন ঐ ধ্যানে।

যার প্রতি হয় গুরুর দয়া

বিবাদ নাই তার কোনখানে।

দিব্যজ্ঞানের পাপী যারা

খোদার কি রূপ জানে তারা

ও তা জানবে কেনে অহিকেরা

জ্ঞানীর মর্ম জানে জ্ঞানী জনে।।

মুরশিদ জ্ঞান সঁপিল যারে

ও তার মনের আন্ধার যাবে দূরে

জ্ঞান-চক্ষে দেখবি তারে

ও তাই ভাবছ মনে মনে।।

লালন শাহ দরবেশ বলে

শোন রে কিনু, বলি তোরে

কি করিবে তোর মান গুমানে

এখন সঁপেছি ফটিক চান্দের চরণে।।

No comments

Powered by Blogger.