ছেড়ে দে তুই

৪০.ছেড়ে দে তুই

ছেড়ে দে তুই নীরস বাজে দর্শন আর শাস্ত্রপাঠ,
তার চেয়ে তুই দর্শন কর প্রিয়ার বিনোদ বেণির ঠাট;
ওই সোরাহির হৃদয়-রুধির নিষ্কাশিয়া পাত্রে ঢাল,
কে জানে তোর রুধির পিয়ে কখন মৃত্যু হয় লোপাট।

--রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
অনুবাদঃ কাজী নজরুল ইসলাম

No comments

Powered by Blogger.