আমি হয়তো খুব কাছাকাছি সময়ে মারা যাবো - আলমগীর কাইজার
আমি হয়তো খুব কাছাকাছি সময়ে মারা যাবো
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
আমি হয়তো খুব কাছাকাছি সময়ে মারা যাবো,
আমার মৃত্যু হবে বিশাল সিদ্ধান্তের ক্ষুদ্র আয়োজন
তোমরা যার নাম দিয়েছ আত্মহত্যা, যেটা চরম পাপ।
যদিও সত্য মিথ্যার আর পাপ পূণ্যের হিসাব অহিসাব।
আমার মৃত্যু হবে বিশাল সিদ্ধান্তের ক্ষুদ্র আয়োজন
তোমরা যার নাম দিয়েছ আত্মহত্যা, যেটা চরম পাপ।
যদিও সত্য মিথ্যার আর পাপ পূণ্যের হিসাব অহিসাব।
আমার হিসাবের খাতায় পাপ শব্দটাই অপ্রয়োজনীয়,
খুব কাছাকাছি সমর্থক যে শব্দটি আছে সেটা অপরাধ,
আত্মহত্যাকে আমি পাপ না বলে ঠিক অপরাধ বলি
মাঝেমাঝে এটাই মানুষকে মুক্ত করে জীবন থেকে।
খুব কাছাকাছি সমর্থক যে শব্দটি আছে সেটা অপরাধ,
আত্মহত্যাকে আমি পাপ না বলে ঠিক অপরাধ বলি
মাঝেমাঝে এটাই মানুষকে মুক্ত করে জীবন থেকে।
প্রতিটি মানুষই জীবনে বহুবার আত্মহত্যা করে,
মৃত্যুর আগেই মারা যায় এক কোটি বার,
যেদিন মানুষেরা নিজেদের স্বপ্নকে মাটিচাপা দিয়ে
অন্যের স্বপ্নকে পূরণের লক্ষ্যে মাঠে নামে
ঠিক সেইদিনই মানুষ আত্মহত্যা করে,
ঠিক সেইদিন মানুষ আর বেঁচে থাকে না।
মৃত্যুর আগেই মারা যায় এক কোটি বার,
যেদিন মানুষেরা নিজেদের স্বপ্নকে মাটিচাপা দিয়ে
অন্যের স্বপ্নকে পূরণের লক্ষ্যে মাঠে নামে
ঠিক সেইদিনই মানুষ আত্মহত্যা করে,
ঠিক সেইদিন মানুষ আর বেঁচে থাকে না।
আমি এই জীবন্ত পৃথিবীতে
কোটি কোটি মৃত মানুষ দেখতে পাই,
যারা আমাদের মতই খায়-দায়, ঘুমোয়, পথ চলে
তবুও তারা নিজের অজান্তেই মারা গেছে বহু আগে।
কোটি কোটি মৃত মানুষ দেখতে পাই,
যারা আমাদের মতই খায়-দায়, ঘুমোয়, পথ চলে
তবুও তারা নিজের অজান্তেই মারা গেছে বহু আগে।
আমিও ওদের মতো আত্মহত্যা করবো শীঘ্রই,
শীঘ্রই আমি ধুঁকে ধুঁকে বেঁচে থাকবো সবার মতো,
সবার চাপিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করে যাবো,
যা আমি নই, আমি ঠিক তাই হবো, ঠিক তাই হবো।
শীঘ্রই আমি ধুঁকে ধুঁকে বেঁচে থাকবো সবার মতো,
সবার চাপিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করে যাবো,
যা আমি নই, আমি ঠিক তাই হবো, ঠিক তাই হবো।
আমি হয়তো খুব কাছাকাছি সময়ে মারা যাবো,
আমার মৃত্যু হবে বিশাল সিদ্ধান্তের ক্ষুদ্র আয়োজন।
আমার মৃত্যু হবে বিশাল সিদ্ধান্তের ক্ষুদ্র আয়োজন।
No comments