ছেলে/মেয়ের বেস্ট ফ্রেন্ড

ছেলে/মেয়ের বেস্ট ফ্রেন্ড


একটা মেয়ে একটা ছেলের ফ্রেন্ড কিংবা বেস্ট ফ্রেন্ড অথবা একটা ছেলে একটা মেয়ের ফ্রেন্ড কিংবা বেস্ট ফ্রেন্ড হতে পারে। একটা মেয়ে/ছেলে একটা ছেলে/মেয়ের ভালো ক্লাসমেট হতে পারে, ভালো প্রতিবেশী হতে পারে, ভালো কলিগ হতে পারে, ভালো সহযোগী হতে পারে, ভালো শুভাকাঙ্ক্ষী হতে পারে। সব হতে পারে আবার দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে প্রকৃতির নিয়মে তারা প্রেমে পড়তে পারে।

বিষয়টা প্রকৃতিগত, একটা মেয়ে/ছেলে একটা ছেলে/মেয়ের খুব আপন হয়ে খুব কাছাকাছি  দীর্ঘদিন থাকলে প্রেমে পড়বে এটাই স্বাভাবিক, সেই প্রেমটা হতে পারে হালকা প্রেম, সূক্ষ্ম প্রেম, চিকণ প্রেম অথবা গভীর কিংবা গাঢ় প্রেম। তবে প্রকৃতিজাত প্রেম যে একদিন এসে যাবে এটাই স্বাভাবিক এবং আবশ্যিক।

কথার সত্যতা রয়েছে। সত্যতা পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, তসলিমা নাসরিন, শরৎচন্দ্রের বিভিন্ন গল্প উপন্যাসে।
একটা ছেলে/মেয়ে এবং একটা মেয়ে/ ছেলের মাঝে সম্পর্ক এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক, এই দুইটার মাঝে অন্তরের আবেদন প্রায় একই এবং অভিন্ন, শুধুমাত্র মুখে প্রকাশে ভিন্নতা থাকে।


© আলমগীর কাইজার
২১.০৫.২০১৮

No comments

Powered by Blogger.