আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া - লালন ফকির

আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া
- লালন ফকির
 

আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া

গুরু আমি একজনা।

আমার বদ্‌ হাল তুমি দেখলে না।।

শিশুকালে মইর‌্যা গেছে মা

গর্ভ থুইয়া পিতা ম’ল

তারে দেখলাম না।

কে করবে সেই লালন পালন

কে করবে সান্ত্বনা।।

গিয়েছিলাম ভবের বাজারে

ছয় চোরা চুরি করে

গুরু বাঁধে আমারে।

তাই সিরাজ সাঁই খালাস পাইল

লালনেরে দিল জেলখানা।।

No comments

Powered by Blogger.