আমারে কি রাখবেন গুরু চরণদাসী - লালন ফকির

আমারে কি রাখবেন গুরু চরণদাসী
- লালন ফকির
 

আমারে কি রাখবেন গুরু চরণদাসী?

ইতরপনা কার্য আমার অহর্নিশি।।

জঠর যন্ত্রণা পেয়ে

এলাম যে করার দিয়ে

রইলাম তা সব ভুলিয়ে

ভবে আসি।।

চিনলাম না সে গুরু কি ধন

জানলাম না তার সেবা সাধন

ঘুরতে বুঝি হল রে মন

চোরাশি।।

গুরু যার থাকে সদায়

শমন বলে তার কিসের ভয়

লালন বলে, মন তুই আমার

করলি দুষি।।

No comments

Powered by Blogger.