ভালোবাসা সবাই চায় - আলমগীর কাইজার
ভালোবাসা সবাই চায়
ভালোবাসা সবাই চায়, কিন্তু সবাই ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে চায় না। সারা পৃথিবীতে ভালোবাসার ছড়াছড়ি অথচ সেই ভালোবাসার অধিকাংশ টিকে থাকে না, কেননা ভালোবাসা নির্ভর করে বিশ্বাসের উপর আর বিশ্বাস হলো উদ্বায়ী পদার্থের মতো। নির্দিষ্ট পরিবেশে না থাকলে উদ্বায়ী পদার্থ যেমন হারিয়ে যায় তেমনি বিশ্বাস হারিয়ে যায় এবং বিশ্বাস নষ্ট হয়ে অবিশ্বাসে পরিণত হয়। তখন ভালোবাসা বলে কিছু থাকে না।
অনেক বাস্তববাদীর মতে বিশ্বাস পাপ, বিশ্বাস কখনো কিছু দেয়না, শুধু কষ্ট দেয়।
আবার অনেকই বলেন, সবাইকে বিশ্বাস করতে হয় না, তবে বেঁচে থাকতে হলে কিছু মানুষকে বিশ্বাস করতে হয়।
প্রবাদে বলে, বিশ্বাসে মেলায় রত্ন।
আসলে, যে যেভাবে বাঁচলে সুখী হয় তার সেভাবেই বাঁচা উচিত। কেউ ভালোবাসা পেয়ে সুখী হয়, কেউ সুখী হয় ভালোবাসা দিয়ে; কেউ সুখী হয় মিলনে, কেউ সুখী হয় বিরহে; কেউ সুখী হয় বিশ্বাসে, কেউ সুখী হয় অবিশ্বাসে।
তবে সবাই সুখী হোক এটাই কাম্য।
© আলমগীর কাইজার
২২.০৫.২০১৮
No comments