রুমির উক্তি, প্রিয় উক্তি
জালাল উদ্দিন মুহাম্মদ রুমির উক্তিঃ
১. “দিপ্তীমান মোমবাতির মত হওয়া মোটেও সহজ নয়! অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয়।”
২. “তুমি কি জানো না? তোমার মধ্যে যে আলো আছে, তা দিয়েই সমগ্র বিশ্ব আলোকিত হয়!”
৩. "যদি থাকে অতুল, তবে দান কর তোমার সম্পদ।
যদি থাকে সামান্য, তবে দান কর তোমার হৃদয়।"
৪. “আমার মধ্যে যে সৌন্দর্য দেখতে পাও, তা প্রকৃতপক্ষে তোমারই প্রতিফলন!”
৫. "বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হলো তোমার হৃদয়ের গভীরতম স্থান।”
৬. "পিছু ফিরে তাকিয়ো না, আগামীকে ভয় পেওনা;
যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো, তবে তুমি এই মুহুর্ত যাপনে ব্যর্থ হবে।"
৭. “ব্যথার উপশম ব্যথার মধ্যেই নিহিত রয়েছে!”
৮. “আমি অনেক মন্দির,গীর্জা, মসজিদ ঘুরেছি, কিন্তু দৈবসত্ত্বাকে কেবল নিজের মধ্যেই অনুধাবন করতে পেরেছি।।”
৯. "গভীর সমস্যায় জর্জরিত এ বিশ্ব;আগা থেকে গোড়া অবধি,
তবে নিমিষেই তা নিরাময় করা সম্ভব, কেবল ভালবাসার প্রলেপ লাগিয়ে।"
১০. "ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মত, যাকে কোন খাঁচায়ই বন্দি করা সম্ভব নয়।"
১১. “হাতুড়ে ডাক্তারে জীবন হারানোর আশংকা, আর হাতুড়ে মোল্লায় ঈমান হারানোর আশংকা থাকে।”
১২. "হে প্রেম, হে মানস-পট, স্বর্গ-পথের সন্ধানে যাও; স্রষ্টার ক্ষেত্র সন্ধানে রত হও।"
১৩. “তোমরা বছরে দুটি ঈদ পালন করো!
আর আমরা? প্রতি ক্ষণে দুইশত ঈদ উদযাপন করি!”
১৪. "প্রেমীরা পরিশেষে অন্য কোথাও মিলিত হয়না ;
বরং তারাতো সর্বদা একে অপরের মাঝেই বিরাজমান রয়। "
১৫. “তুমি যদি প্রভুর দয়া চাও, তবে দুর্বলের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও!”
১৬. “কোনরূপ না ভেবেই প্রেমে নিজেকে সঁপে দাও।”
১৭. “তোমার ক্ষুদ্র জগত থেকে বের হয়ে আসো এবং স্রস্টার অসীম জগতে প্রবেশ করো!”
১৮. "স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।"
১৯. "আমি জেনেছি যে, প্রত্যেক নশ্বর সৃষ্টিই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে; তবে এও জেনেছি যে কেবল গুটিকয়েকই জীবনের আস্বাদ গ্রহণ করবে।"
২০. "বৃক্ষের মত হও; মরা পাতাগুলো ঝরে পরতে দাও।"
২১. "এমনকি বসন্তে অস্তিত্ব লাভ করা বস্তুও শরতের শেষে এসে ক্ষয়ে যায়;
কিন্তু, প্রেম! সে তো কোন নির্দিষ্ট মৌসুমের নয়।"
২২. "তুমি কি তোমার আত্মার খোঁজ করছো?
- তবে তোমার মনের খাঁচা থেকে অবমুক্ত হও।"
২৩. "যা তোমায় পরিশুদ্ধ করে, তাই সঠিক পথ।"
২৪. “যিনি সমস্ত গুপ্ত বিষয় জানেন, সর্বজ্ঞাতা। তিনি এখানেই!
তোমার দেহের প্রধান রগ থেকেও নিকটে আছেন তিনি!”
২৫. “যদি লোকে তোমাকে ভুল বুঝে তবে বিচলিত হয়ো না!
তোমার কথা হয়ত তারা শোনে, কিন্তু তাদের মনে যা আসে তা সম্পূর্ণ তাদের মনপ্রসূত চিন্তা।”
২৬. “যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো না। কিছু ঘটনা ঘটে না, অনাগত দূর্যোগকে থামিয়ে দেবার জন্য।”
২৭. "অর্ধেক নিঃশ্বাস-সম ক্ষুদ্র এ জীবনে, ভালবাসা বিনে অন্যকিছু বপন করোনা।"
২৮. "প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি; কারো ক্ষত পূরণে সাহায্য কর।"
২৯. "তুমি এ ব্রহ্মান্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।"
৩০. "তোমায় যা দেয়া হয়েছে মৃত্যু তা কেড়ে নেবার আগেই, তোমার যা দেয়ার আছে; দান কর।"
৩১. "ভবিষ্যতে তুমি আসবে আর আমাকে স্মরণ করে হয়ত আমার কবরের গায়ে চুমু খাবে; তবে কেন এখনি নয়? এই যে আমি, সেই ভবিষ্যতের একই ব্যক্তি।"
৩২. "যা গত হয়, তা ফিরেও আসে।
ফিরে এসো।
আমরা পরস্পরকে কখনোই ত্যাগ করিনি।"
৩৩. "সৃষ্টিকর্তার প্রেমে আপন আত্মা খুইয়ে দাও,
বিশ্বাস কর; এ ব্যতীত কোন পথ নেই।"
৩৪. "যেদিন তোমার প্রেম আমায় স্পর্শ করবে, সেদিন আমি এতই উন্মত্ত হবো যে এমনকি সকল উন্মাদও আমা হতে পালাবে।"
৩৫. "ভালবাসা সবকিছুকে জুড়ে রাখে;
আর এই 'সবকিছু' হল- ভালবাসাই"।
৩৬. "সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবেনা; বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত।"
৩৭. "অন্যের দোষ লুকাতে রাতের মত হও।"
৩৮. "প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই।"
৩৯. "কৃতজ্ঞতাকে আলখাল্লা রূপে পরিধান কর; আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে।"
৪০. "আমার জীবন সায়াহ্নে, কেবল এক ফোটা নিঃশ্বাস অবশিষ্ট রইবে যখন; যদি তখন তুমি আসো, তবে আমি বসবো আর গীত গাইবো।"
৪১. “যেখানে দু:খ আছে সেখানেই দু:খ হতে মুক্তির উপায় আছে।”
৪২. “শঙ্কার অথৈ সাগরে প্রেমই একমাত্র নির্ভিক সত্তা।”
৪৩. “অন্ধকার হয়ত বৃক্ষ বা ফুলকে দৃষ্টিসীমা থেকে লুকিয়ে ফেলতে পারে
কিন্তু হৃদয়ে প্রস্ফুটিত সত্য ভালোবাসাকে আড়াল করতে পারে না!”
৪৪. "এসো,আবারো ভালবাসায় নিমগ্ন হই;
এসো, ভালবাসায় এ পৃথিবীর সমস্ত ধূলিকণা চকচকে সোনায় রূপান্তর করি।"
৪৫. "গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই এই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম;
আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে বদলাচ্ছি।"
৪৬. "তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।"
৪৭. "আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে।"
৪৮. "গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই, নিজেকে বদলে ফেলতে চাই।"
৪৯. "শোক করো না। তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে।"
৫০. "প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য এবং প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে দেওয়া হয়েছে।"
৫১. "কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।"
৫২. "আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা।"
৫৩. "যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।"
৫৪. "শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সবকিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে।"
৫৫. "আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে খুঁজতে থাকি! কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।"
No comments