ফকির লালন সাইজির উক্তি - প্রিয় উক্তি

ফকির লালন সাইজির জনপ্রিয় কিছু উক্তিঃ

১. এমন মানবজনম আর কি হবে! মন যা করো তরায় করো এইভবে।

২. ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার।

৩. জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না।

৪. ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একি জলেই সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি যমে তো কাউকে ছাড়বে না।

৫. বামন চিনি পৈতা দেখে, বামনী চিনি কেমনে রে?

৬. আসবার কালে কী জাত ছিলে, এসে তুমি কী জাত নিলে।

৭. খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়ে।

৮. কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো
প্রেম।

৯. গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রমও তো গেল না।

১০. শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভূবনে।

১১. খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পা’য়।

১২. এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানজাতি গোত্র নাহি রবে।

১৩. কিসে জানবো সেই রাগের কারণ, ও কিসে জানবো সেই রাগের কারণ, হয় না রে সে মনের মত মন। আমার হয় না রে সে মনের মত মন ।

১৪. সময় গেলে সাধন হবে না।

No comments

Powered by Blogger.