স্রষ্টা যদি মত নিতে মোর

১৩.স্রষ্টা যদি মত নিতে মোর

স্রষ্টা যদি মত নিতে মোর – আসতাম না প্রাণান্তেও,
এই ধরাতে এসে আবার যাবার ইচ্ছা নেই মোটেও।
সংক্ষেপে কই, চিরতরে নাশ করতাম সমূলে
যাওয়া-আসা জন্ম আমার, সে-ও শূন্য শূন্য এ-ও!

-রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
অনুবাদঃ কাজী নজরুল ইসলাম

No comments

Powered by Blogger.